ঘরে বসেই কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে আমাদের অনেকের পরিপূর্ণ
ধারণা নেই। কোনো রকম বিনিয়োগ ছাড়া ফ্রিতে টাকা ইনকাম করা এটি এখন আর স্বপ্ন নয়
বাস্তবেই সম্ভব। প্রয়োজন শুধু দক্ষতা, পরিশ্রম আর সঠিক দিকনির্দেশনা।
আজকের পোস্টটিতে আমরা এমনই কিছু মাধ্যম বা উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা দিবো
যেগুলো জানা থাকলে আপনি সহজেই ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। তাই আপনি যদি আপনার
দক্ষতা কাজে লাগিয়ে ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ
সহকারে পড়ুন।
ঘরে বসেই কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় এই প্রশ্নটি আমাদের সবার মাথায় কমবেশি
ঘুরপাক খায়। কেননা বর্তমানে ভালো মানের একটি চাকরি যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে।
আবার শুধু চাকরি করে সংসার চালানো, সকল চাহিদা মেটানো সেটিও কষ্টসাধ্য ব্যাপার।
তাই সবাই চাই সহজেই অর্থাৎ কোনধরনের বিনিয়োগ না করে ইনকাম করতে এবং সকল চাহিদা
মেটাতে। সঠিক মাধ্যম এবং দিকনির্দেশনার অভাবে অনেকে বিভিন্নভাবে প্রতারিতও হয়ে
থাকে। সঠিক উপায় জানা থাকলে আপনার দক্ষতা এবং প্রতিভা কাজে লাগিয়ে বাসায় বসে টাকা
ইনকাম করতে পারবেন।
প্রতিটি মানুষের কোনো না কোনো বিষয়ে দক্ষতা রয়েছে। কেউ ভালো লেখালেখি করতে পারে,
কেউ ভালো ভিডিও এডিটিং করতে পারে, কেউ গ্রাফিক্স ডিজাইন করতে পারে, আবার অনেকে
অন্যদের বিভিন্ন বিষয়ে পড়াতে পারে। এগুলো ছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেগুলো কাজে
লাগিয়ে একজন টাকা ইনকাম করতে পারেন। টাকা ইনকাম করার কয়েকটি গুরুত্বপূর্ণ উপায়
নিয়ে আজকের পোস্টটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিভাবে কাজ করলে দ্রুত ইনকাম
করতে পারবেন, আপনার জন্য কোন উপায়টি উৎকৃষ্ট হবে এবং কিভাবে প্রতারণার হাত থেকে
বাচবেন সেই সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে । আপনার যদি ইচ্ছা থাকে ঘরে বসে ইনকাম করার তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
লেখালেখি করে টাকা ইনকাম
যারা ভালো লেখালেখি করতে পারেন তারা চাইলে ঘরে বসেই ভালো মানের টাকা ইনকাম করতে
পারেন। অনলাইন নির্ভর বর্তমান যুগে আমাদের কোনো বিষয়ে জানতে হলে আমরা
বিভিন্ন ব্রাউজারে সার্চ করি। সেখানে থাকা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা আমাদের
প্রয়োজনীয় তথ্য সরবারাহ করি। ফলে আপনি যেমন তথ্য পেয়ে উপকৃত হবেন তেমনই যে
ব্যাক্তি ওয়েবসাইট এ প্রয়োজনীয় সকল তথ্য লিখে রেখেছেন সেও উপকৃত হবেন অর্থাৎ
প্রফিট লাভ করবেন। এমনই ভাবে আপনিও যদি আপনার লেখাকে এভাবে প্রকাশ করতে পারেন
আপনিও টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি নিজের ওয়েবসাইট এ স্বাধীনভাবে লেখালেখি করে টাকা ইনকাম করতে চান তাহলে
প্রথমেই প্রয়োজন হবে একটি ওয়েবসাইটের। ফ্রিতে ওয়েবসাইট তৈরির একটি জনপ্রিয় মাধ্যম
হলো গুগল ব্লগার। গুগল ব্লগার ব্যবহার করে আপনি কোন খরচ ছাড়া একটা ওয়েবসাইট তৈরি
করতে পারবেন এবং লেখা লেখি করতে পারবেন। তবে যদি চান দ্রুত ইনকাম শুরু করতে তাহলে
কিছু টাকা খরচ করে আপনাকে ডোমেইন ক্রয় করে নিতে হবে। ব্লগার ছাড়াও ওয়ার্ডপ্রেস,
শপিফাই ইত্যাদি ব্যবহার করে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে এক্ষেত্রে
ডোমেইন এবং হোস্টিং এর জন্য আপনাকে কিছু পরিমাণ টাকা খরচ করতে পারেন। তাই যদি কোন
বিনিয়োগ ছাড়া একটা ওয়েবসাইট তৈরি করে লেখালেখি শুরু করতে চান তাহলে গুগল ব্লগার এ
হবে আপনার জন্য সেরা মাধ্যম।
ওয়েবসাইট তৈরি করা হয়ে গেলে নিয়মিত লেখালেখি শুরু করতে হবে। একজন পাঠক কোন বিষয়ে
জানতে চায়, কিভাবে উপস্থাপন করলে পাঠকের জন্য বুঝতে সুবিধা হয় সেই বিষয়গুলো মাথায়
রেখে একটি কন্টেন্ট লিখতে হবে। কোনো কন্টেন্ট লেখার শুরুতে বিষয় নির্ধারণ করা
জরুরী। যে বিষয়ে আপনার ভালো ধারণা রয়েছে সেটিকে আপনার কন্টেন্ট এর বিষয় হিসেবে
নির্ধারণ করুন। লেখার ক্ষেত্রে যদি কোনো বিষয়ে অতিরিক্ত জানার প্রয়োজন হয় তাহলে
ওই বিষয়ে লেখা কয়েকটি কন্টেন্ট অন্য ওয়েবসাইট থেকে পড়ে নিতে হবে। লেখার ভাষা
সাবলীল এবং সহজসাধ্য হতে হবে যাতে করে একজন সাধারণ পাঠক ঠিকমতো বুঝতে পারে।
কন্টেন্ট লেখার ক্ষেত্রে এসইও সম্পর্কে ধারণা থাকা জরুরী। আপনার লেখা সার্চ
ইঞ্জিনে র্যাঙ্ক করাতে হলে কন্টেন্টি অবশ্যই এসইও নির্ভর হতে হবে।
ধারাবাহিকভাবে এসইও নির্ভর কন্টেন্ট লিখতে থাকলে আপনার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর
আসতে শুরু করবে। পরবর্তীতে টাকা ইনকাম শুরু করতে হলে ওয়েবসাইটের জন্য গুগল
এডসেন্স এর এক্সেস নিতে হবে। গুগল এডসেন্স হলো গুগলের এমন একটি মাধ্যম যেটা আপনার
ওয়েবসাইটে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করবে বিনিময়ে আপনাকে অর্থ প্রদান করবে।
ওয়েবসাইটের ভিউয়ের পরিমাণ এবং বিজ্ঞাপনে কতটি ক্লিক পড়লো তার উপর ভিত্তি করে
আপনাকে টাকা প্রদান করা হবে। মনে রাখতে হবে আপনার লেখা যদি হুবহু কপি করা হয় অথবা
এআই এর সাহায্য নিয়ে তৈরি করা হয় তাহলে এডসেন্স আপনার ওয়েবসাইটের এক্সেস বাতিল
করে দিতে পারে। গুগল এডসেন্স কর্তৃক প্রদানকৃত টাকা ব্যাংক একাউন্টের মাধ্যমে
সংগ্রহ করা যায়। তাই ঘরে বসে টাকা ইনকাম করার একটি নির্ভরযোগ্য মাধ্যম হল গুগল
এডসেন্স। গুগল এডসেন্স ছাড়াও আরও অনেক প্লাটফর্ম রয়েছে যারা গুগল এডসেন্স এর মতো
টাকার বিনিময়ে বিজ্ঞাপন প্রচার করে থাকে।
নিজের ওয়েবসাইট না থাকলেও অন্যের ওয়েবসাইটে কাজ করেও ভালো মানের ইনকাম করা সম্ভব।
অনেক ওয়েবসাইট এর মালিক আছে যারা টাকার বিনিময়ে অন্যকে দিয়ে কন্টেন্ট লিখিয়ে নেয়
এবং নিজের ওয়েবসাইট এ পাবলিশ করে। কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে যেমন- ফাইবার,
আপঅয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার ইত্যাদি যেগুলো থেকে আপনি লেখালেখির কাজ
নিতে পারবেন কোন রকম খরচ ছাড়াই। এক্ষেত্রে আপনি ইচ্ছামত মূল্য ধার্য করতে পারবেন। তাই ঘরে বসে ফ্রিতে টাকা ইনকাম করার জন্য
লেখালেখি অর্থাৎ আর্টিকেল রাইটিং হতে পারে আপনার জন্য সর্বোৎকৃষ্ট উপায়।
গ্রাফিক্স ডিজাইন করে আয়
কেউ যদি গ্রাফিক্স ডিজাইন এ পারদর্শী হয়ে থাকে তাহলে সে খুব সহজেই টাকা ইনকাম
করতে পারবে গ্রাফিক্স ডিজাইন করে। গ্রাফিক্স ডিজাইন বলতে বোঝায় নিজের ইচ্ছামতো
এবং প্রয়োজন মতো কোন ছবি তৈরি করা। যেমন ব্র্যান্ড লোগো তৈরি করা, ভিজিটিং কার্ড
তৈরি করা, বিজ্ঞাপন ব্যানার তৈরি করা ইত্যাদি কাজগুলো গ্রাফিক্স ডিজাইনের আওতায়
পড়ে। অনেক ব্যাক্তি বা প্রতিষ্ঠান আছে যারা তাদের লোগো, ব্যানার ইত্যাদি তৈরি
করার জন্য বিভিন্ন মার্কেটপ্লেস থেকে দক্ষ ব্যাক্তি খুজে থাকেন। সেখানে উল্লেখিত
বায়োডাটা পর্যালোচনা করে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ দিয়ে থাকে।
কাজ পাওয়ার পর একজন গ্রাফিক্স ডিজাইনার গ্রাহকের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময়ের
মধ্যে কাজ জমা দেয়। পরবর্তীতে কাজের বিনিময়ে অর্থ প্রদান করে থাকে। আপনি যদি
গ্রাফিক্স ডিজাইন করে ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার গ্রাফিক্স
ডিজাইন এর জন্য প্রয়োজনীয় ডিভাইস এবং দক্ষতা থাকতে হবে। গ্রাফিক্স ডিজাইনের জন্য
ব্যবহৃত জনপ্রিয় সফটওয়্যার হলো অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি। আপনার যদি
এই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকে তাহলে নিজে কাজ না করে অন্যকে কাজ শিখিয়েও টাকা
ইনকাম করতে পারবেন তাও কোনোরকম বিনিয়োগ ছাড়াই।
ভিডিও তৈরি করে ইনকাম
আমাদের অবসর সময়ের বেশিরভাগ কেটে যায় ইউটিউব, ফেসবুক, ইন্সট্রাগ্রাম ইত্যাদিতে।
নতুন কোন বিষয় নিয়ে জানতে হলে আমরা ইউটিউব এ সার্চ করি এবং বিভিন্ন ভিডিও দেখে
কাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ করে থাকি। প্রয়োজন ছাড়াও আমারা বিনোদনের জন্য ফেসবুক
ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি। যে ব্যাক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের ভিডিও
তৈরি করে এবং আপলোড করে তারা ভিডিওর দর্শকের উপর ভিত্তি করে টাকা পেয়ে থাকে।
আপনারও যদি এ বিষয়ে অভিজ্ঞতা থাকে অর্থাৎ বিভিন্ন ধরনের ভিডিও বানাতে পারেন তাহলে
তা থেকে ভালো মানের ইনকাম করতে পারবেন ফ্রিতেই।
ভিডিও তৈরি করে টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ইউটিউব। ইউটিউবে
বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা যায়। ইউটিউবের ভিডিওগুলোকে সাধারণত
দুই ভাগে ভাগ করা হয়ে থাকে-শর্ট ভিডিও এবং লং ভিডিও। শর্ট ভিডিওতে সাধারনত কোনো
বিষয়কে সংক্ষেপে উপস্থাপন করা হয়। ভিডিও এর দৈর্ঘ্য সাধারনত ১০ সেকেন্ড থেকে ১
মিনিট হয়ে থাকে। লং ভিডিওতে কোনো বিষয়কে বিস্তারিত আলোচনা করা হয়। ভিডিও এর
দৈর্ঘ্য শর্ট ভিডিও অপেক্ষা বেশি (৩ মিনিটের অধিক) হয়ে থাকে। ইউটিউব থেকে
টাকা ইনকাম করতে হলে আপনার চ্যানেলকে ইউটিউব কর্তৃক মনিটাইজেশন পেতে
হবে। মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার চ্যানেলে সর্বনিম্ন এক হাজার
সাবস্ক্রাইবার থাকতে হবে এবং গত ১২ মাসের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকতে
হবে।মনিটাইজেশন পাওয়ার পর ইউটিউব কর্তৃপক্ষ আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের
বিজ্ঞাপন প্রচার করবে এবং তার বিনিময়ে আপনাকে অর্থ প্রদান করবে। এক্ষেত্রে
আপনার ভিডিওতে ভিউ এর পরিমাণ যত বেশি হবে আপনার ইনকাম তত বেশি হবে। সুতরাং ইউটিউব
ব্যবহার করে আপনি ফ্রিতেই ইনকাম শুরু করতে পারবেন।
ইউটিউব ছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনি চাইলে ভিডিও তৈরি করে ইনকাম করতে
পারবেন। সে ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন হবে একটি
ফেসবুক পেজের। ইউটিউবের মতো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলেও আপনার
ফেসবুক পেজকে মেটা কর্তৃক মনিটাইজেশন পেতে হবে। ফেসবুক পেজ সব ধরনের
ক্রাইটেরিয়া সম্পূর্ণ করলে মেটা কর্তৃপক্ষ মনিটাইজেশন প্রদান করে
থাকেন। পরবর্তীতে আপনার ভিডিও এর ভিউ এর পরিমাণ এর উপর ভিত্তি করে
নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে।
তৈরির ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আপনার ভিডিওটি হতে হবে তথ্য নির্ভর এবং
দর্শকের জন্য বোধগম্য। অন্য কোন ভিডিও সম্পূর্ণরূপে নকল করলে ইউটিউব অথবা
ফেসবুক কর্তৃপক্ষ কপিরাইট কপিরাইট এর কারণে চ্যানেলের মনিটাইজেশন বাতিল করে
দিতে পারে। তাই ভিডিওটি হতে হবে তাই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনার সৃজনশীলতা
দিয়ে তৈরি করতে হবে। কোন ভিডিও তৈরি করা শুরুতে ভিডিও এর বিষয় নির্ধারণ
করতে হবে। যে সকল বিষয়ে আপনার অধিক জ্ঞান রয়েছে সেটিকে আপনার ভিডিও এর
বিষয় হিসেবে নির্বাচন করুন। অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে বিভিন্ন ধরনের সোর্স
থেকে তথ্য সংগ্রহ করতে পারেন তবে মনে রাখবেন কখনো হুবহু নকল করা যাবে না। একটি
ভালো ভিডিও তৈরি করার জন্য ভিডিও এডিটিং সম্পর্কে জ্ঞান থাকা
প্রয়োজন। ভিডিওতে তথ্যগুলোকে আপনি যত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবেন
আপনার ভিডিওতে দশকের পরিমাণ তত বাড়তে থাকবে। ভিডিও এর মাধ্যমে কোন ধরনের
অশ্লীল ও উস্কানিমূলক তথ্য প্রচার করা যাবে না।
আপনি যদি ভিডিও এডিটিং এ এক্সপার্ট হয়ে থাকেন তাহলে বিভিন্ন ধরনের মার্কেটপ্লেস
থেকে কাজ নিয়ে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। কয়েকটি জনপ্রিয়
মার্কেটপ্লেস হলো ফাইবার, ফ্রিল্যান্সার, পিপুল পার আওয়ার
ইত্যাদি। এক্ষেত্রে আপনি কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করতে
পারবেন। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় ভিডিও তৃতীয় কোন
ব্যক্তিকে দিয়ে তৈরি করে নেয় বিনিময়ে অর্থ প্রদান করে। সুতরাং ফ্রিতে টাকা
ইনকাম করার জন্য একটি সহজ মাধ্যম হলো ভিডিও মেকিং অথবা এবং ভিডিও এডিটিং। তাই আজ থেকে শুরু করুন, নিয়মিত কাজ করুন, ইনশাআল্লাহ ইনকাম শুরু হবে দ্রুত।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অনলাইনে কোন কোম্পানি বা পণ্যের বিজ্ঞাপন প্রচার করে
কমিশন উপার্জন করা। আপনার যদি কোন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক
পেজ থেকে থাকে সেখানে কোন প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণা চালিয়ে টাকা ইনকাম করতে
পারবেন। আপনার চ্যানেল অথবা ওয়েবসাইট থেকে কেউ যদি ওই প্রতিষ্ঠানের পণ্য
ক্রয় করে থাকে তাহলে প্রতিষ্ঠান আপনাকে নির্দিষ্ট পরিমাণ কমিশন প্রদান
করবেন এক্ষেত্রে আপনার ওয়েবসাইটে অথবা ইউটিউবে অধিক পরিমাণ ভিউয়ের প্রয়োজন
হবে। যত বেশি মানুষ অন্যটি ক্রয় করবে আপনার ইনকাম তত বেশি হবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো
অ্যামাজন। বাংলাদেশ থেকে দারাজের মাধ্যমে এফিলিট মার্কেটিং করে অ্যাফিলিয়েট
মার্কেটিং করে ইনকাম করা সম্ভব। সুতরাং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে
টাকা ইনকাম করতে চান তাহলে আপনার একটি সচল ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলের
প্রয়োজন হবে। অর্থাৎ ফ্রিতে টাকা ইনকাম করার জন্য এফিলিয়েট মার্কেটিং ভালো
একটি উপায় হতে পারে।
ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ইনকাম
অনলাইনে ইনকাম করার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল ডিজিটাল
মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ঘরে বসে আপনি হাজার হাজার টাকা
ইনকাম করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে
পরিপূর্ণ জ্ঞান থাকা দরকার। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছে যারা
তাদের পণ্যকে অনলাইনে প্রচার করতে চান কেননা বর্তমান যুগ অনলাইনে যুগ। কোন
প্রতিষ্ঠানের পণ্য বা সেবাকে অনলাইনে প্রচার করাকে বলা হয় ডিজিটাল
মার্কেটিং। একজন ডিজিটাল মার্কেটার এই কাজটি করে দেয় এবং ওই ব্যক্তি বা
প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করে।
ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেক্টর রয়েছে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয়
ডিজিটাল মার্কেটিং সেক্টর হল ফেসবুক মার্কেটিং। ডিজিটাল যুগে মানুষজন তাদের
অধিকাংশ সময় ফেসবুকের মাধ্যমে অতিবাহিত করে। ফেসবুকে বিভিন্ন ধরনের
বিজ্ঞাপন দেখে অনেকে তাদের প্রয়োজনীয় জিনিস অনলাইনে অর্ডার করে
থাকে। ফেসবুক ছাড়াও ইউটিউব এবং ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা
যায়। তাই কোন প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য বর্তমানে অফলাইনের চেয়ে অনলাইন
কে বেশি প্রাধান্য দিয়ে থাকে তাই আপনার যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো
অভিজ্ঞতা থেকে থাকে তাহলে ঘরে বসেই ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং এর জন্য একটি জনপ্রিয় মাধ্যম হলো গুগল অ্যাড । ডিজিটাল
মার্কেটাররা ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী অডিয়েন্স টার্গেট করে
নির্দিষ্ট সময়ের জন্য গুগল এড এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে
থাকে। ডিজিটাল মার্কেটিং এর কাজ পাওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ জনপ্রিয়
মার্কেটপ্লেস হলো ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, পিপুল পার আওয়ার
ইত্যাদি। আপনি ঘরে বসে ফ্রিতে টাকা ইনকাম করতে চাইলে ডিজিটাল মার্কেটিংকে
বেছে নিতে পারেন নিশ্চিন্তে।
মোবাইল অ্যাপের মাধ্যমে ইনকাম
আপনার কাছে যদি শুধুমাত্র একটি স্মার্ট ফোন থেকে থাকে তাহলে সেটি ব্যবহার করে ঘরে
বসেই ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে কিছু অ্যাপ রয়েছে
যেগুলো থেকে আপনি কোন বিনিয়োগ ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন। ভিডিও দেখা,
বিজ্ঞাপন দেখা, সার্ভে পূরণ করা, লাই্ কমেন্ট ইত্যাদি কাজের মাধ্যমে অ্যাপ
থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং ইনকাম কৃত টাকা উত্তোলন করতে
পারবেন। এক্ষেত্রে প্রয়োজন ধৈর্য, সময়, এবং ইচ্ছা শক্তি।
কয়েকটি জনপ্রিয় অ্যাপ হল গুগল অপিনিয়ন রিওয়ার্ডস, সুইট কয়েন, পোল
পে, বাজ ব্রেক ইত্যাদি।কিছু অ্যাপ রয়েছে যেগুলোতে অতিরিক্ত টাকার
প্রলোভন দেখিয়ে (যেমন দিনে ১০০ ডলার ইনকাম) প্রতারণার ফাঁদে ফেলে। ফলে হাকিং,
ব্ল্যাকমেইলিং, তথ্য চুরি ইত্যাদি সমস্যা শিকার হন অনেকে। তাই আমাদের অ্যাপ
থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সন্দেহজনক কোন
অ্যাপে কাজ করা যাবে না এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা যাবে না।
অনলাইনে টিউশন করে টাকা ইনকাম
প্রিয় পাঠক আপনার যদি একাডেমিক কোন বিষয়ে ছাত্রছাত্রী পড়ানোর অভিজ্ঞতা থেকে
থাকে তাহলে অনলাইনে ঘরে বসে টিউশন করিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আমরা যেমন
ঘরে বসে টাকা ইনকাম করার উপায় জানতে চাই তেমনি একজন শিক্ষার্থীও চাই ঘরে
বসে ভালোভাবে পড়া বুঝে নিতে।আপনার যদি এক্ষেত্রে বিস্তারিত জ্ঞান থেকে
থাকে তাহলে আপনিও ঘরে বসে শিক্ষার্থী পড়িয়ে টাকা ইনকাম করতে পারবেন।
অনলাইনে টিউশনি শুরু করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে ছাত্রছাত্রী জোগাড় করতে দেন।
এক্ষেত্রে আপনি ফেসবুকে পোস্ট করে ছাত্র-ছাত্রী পেতে পারেন। অথবা আপনার
পরিচিতদের মাধ্যমেও ছাত্রছাত্রী পেতে পারেন। কিছু অনলাইন প্রতিষ্ঠান রয়েছে যেখান
থেকে আপনি আপনার ইচ্ছা মত টিউশন খুঁজে পেতে পারেন। কয়েকটি জনপ্রিয়
ওয়েবসাইট হলো টিউটর সেবা, দেশ টিউটার টিউটর, টিউশন বিডি
ইত্যাদি। তবে অনলাইনে টিউশন পাওয়ার ক্ষেত্রে অনেকে প্রতারণার শিকার হন তাই
অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকা উচিত।
অনলাইনে টিউটোরিয়াল ক্লাস নেওয়ার জন্য কয়েকটি জনপ্রিয় সফটওয়্যার হল গুগল
মিট, জুম ইত্যাদি। এখানে আপনি টেক্সট, অডিও, ভিডিও, বিভিন্ন ধরনের
অ্যানিমেশন যোগ করে পাঠদান কে আকর্ষণীয় করে তুলতে পারবেন। ছাত্রছাত্রীরা
চাইলে সরাসরি পড়া সম্পর্কে প্রশ্ন করতে পারবে ।অনলাইনে পড়ানো শুরু করার আগে
একটি লেকচার শীট তৈরি করতে হবে এবং পড়ানো শেষে ছাত্রছাত্রীদের মাঝে সরবরাহ করতে
হবে। অনলাইনে ক্লাস নেওয়ার পাশাপাশি পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা রয়েছে।
অনলাইনে ছাত্রছাত্রী পড়ানোর ক্ষেত্রে যাতায়াতের সমস্যা থাকে না। অল্প
সময়ে অধিক সংখ্যা স্টুডেন্ট পড়িয়ে অনেক টাকা ইনকাম করা যায়। এক্ষেত্রে
বাড়তি কোনো খরচ খরচের প্রয়োজন হয় না। আপনার কাছে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ
এর মাধ্যমে শুরু করতে পারেন অনলাইন টিউশন।অনলাইনে পড়ানোর ক্ষেত্রে শিক্ষকের
পাশাপাশি ছাত্রছাত্রীরা উপকৃত হয় সময়ের অপচয় কম হয়। তাই আপনি যদি ঘরে বসে
ফ্রিতে ইনকাম শুরু করতে চান তাহলে অনলাইন টিউশন হতে পারে আপনার জন্য একটি
গুরুত্বপূর্ণ উপায়।
অফলাইনে ফ্রিতে টাকা ইনকাম
এতক্ষণ আমরা অনলাইনে কিভাবে ফ্রিতে টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে বিভিন্ন উপায়
সম্পর্কে বিস্তারিত জেনেছি। এখন আমরা জানবো অনলাইন ছাড়া অফলাইনে কিভাবে
ফ্রিতে টাকা ইনকাম শুরু করা যায়। অনলাইনে টাকা ইনকাম করার ক্ষেত্রে যেমন
সুযোগ-সুবিধা রয়েছে তেমন অনেক প্রতিবন্ধকতা রয়েছে তাই অনলাইনে পাশাপাশি অফলাইনে
টাকা ইনকাম করার উপায় আমাদের জেনে রাখা জরুরি।
আপনি যদি ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটি, গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ ফ্রিল্যান্সিং
বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অফলাইনে অন্যদের শেখানোর মাধ্যমে টাকা ইনকাম করতে
পারবেন। চাইলে একটি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট তৈরি করতে পারবেন তবে এটিতে
কিছু অর্থ বিনিয়োগ করা লাগবে। আপনার যদি একাডেমিক কোন বিষয়ে পাঠদান
করানোর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে টিউশন করিয়ে টাকা ইনকাম করতে পারবেন। যদি
পরিচিত ছাত্র-ছাত্রী থেকে থাকে তাহলে ফ্রিতেই টিউশন শুরু করতে পারবেন, আর
যদি ছাত্রছাত্রী না থাকে তাহলে প্রচারণার মাধ্যমে ছাত্র-ছাত্রী জোগাড় করতে
পারবেন।
আমাদের মধ্যে অনেকে আছে যাদের হাতের লেখা অনেক সুন্দর এবং সুন্দর চিত্র
অঙ্কন করতে পারে তারা চাইলে ছাত্রছাত্রীদের ব্যবহারিক খাতা লিখে অথবা চিত্র অঙ্কন
করে টাকা ইনকাম করতে পারে। এছাড়া বিভিন্ন বিষয়ে নোট তৈরি করে এবং তা বিক্রি
করেও টাকা ইনকাম করা যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান থাকা জরুরী।
অর্থাৎ অনলাইনের পাশাপাশি অফলাইনেও ফ্রিতে টাকা ইনকাম করা সম্ভব।
ক্ষুদ্র ব্যবসা শুরু করে ইনকাম
ফ্রিতে কিভাবে টাকা ইনকাম শুরু করা যায় তার অনেকগুলো উপায় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। উল্লেখিত উপায়গুলো ছাড়াও অনলাইনে অথবা অনলাইনে ক্ষুদ্র ব্যবসা শুরু করার মাধ্যমে আমরা ভালো মানের ইনকাম করতে পারি। আপনার যদি বিশেষ কোনো অভিজ্ঞতা যেমন আকা-আঁকি, সেলাই করা, হ্যান্ডক্রাফট, কেক তৈরি করা ইত্যাদি থাকে তাহলে এগুলো দিয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারেন। স্বল্প পুঁজিতে অথবা বাসায় থাকা কাঁচামাল দিয়ে এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন।
একটি ব্যবসায়ী শুরু করার প্রথমে ব্যবসার প্রচারণার দিকে মনোযোগী হতে হবে আপনার ব্যবসার প্রচারণার জন্য ফেসবুক হতে পারে অন্যতম মাধ্যম। প্রথমেই আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ফেসবুক পেজ তৈরি করুন। আপনার তৈরি করা পণ্যের প্রচার করুন ফেসবুক পেজের মাধ্যমে। প্রচারণাকে বাড়িয়ে তুলতে ফেসবুক পোস্ট বুস্টিং অথবা এড ক্যাম্পেইনিং এর মাধ্যমে সাহায্য নিতে পারেন। প্রচারণার আরেকটি বড় মাধ্যম হলো গুগল এর মাধ্যমে। মার্কেটিং ব্যবসা কে আরও প্রসারিত করতে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন যেখান থেকে অনলাইনে ক্রেতারা পণ্য অর্ডার করতে পারবে এবং পণ্যের মূল্য পরিশোধ করতে পারবে।এছাড়া দারাজের মত আরো অনেক ই-কমার্স ওয়েবসাইট আছে যেখানে পণ্যের প্রচার করে অর্ডার সংগ্রহ করা যায়। পন্যকে ক্রেতার কাছে পৌঁছানোর জন্য কুরিয়ার সার্ভিসে সাহায্য নেওয়া যায়। কয়েকটি জনপ্রিয় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান হল পাঠাও, স্টিডফাস্ট, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ইত্যাদি। এভাবে একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করে সহজেই ইনকাম করতে পারেন ঘরে বসেই।
বর্তমানে মানুষ ঘরে বসে বিভিন্ন জিনিস ক্রয় করতে স্বাস্থ্যন্দ বোধ করে। আপনি যদি সুলভ মূল্যে অনলাইনে ভাল ভাল পণ্য সরবরাহ করতে পারেন তাহলে আপনার ব্যবসা দিন দিন বৃদ্ধি পাবে। তাই আপনার যে বিষয়ে অভিজ্ঞতা রয়েছে সেটিকে পুঁজি করে শুরু করুন আপনার ক্ষুদ্র ব্যবসা। প্রয়োজনে অভিজ্ঞ কারো থেকে সাহায্য সহযোগিতা নিতে পারেন। তবে মনে রাখবেন শুরুতেই সফল হওয়া যায় না পরিশ্রমের মাধ্যমে পূর্ণাঙ্গ সফলতা পাওয়া যায়।
কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়-শেষকথা
কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় এই বিষয়টি ভালভাবে জানা থাকলে বর্তমান এই
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা অনেকাংশে সহজ হয়ে যাবে। কোনো প্রতিষ্ঠানে
ভালমানের চাকরি খুজে পাওয়া রীতিমতো দুরূহ হয়ে পড়েছে। অনেকসময় অতিরিক্ত অর্থ
প্রদান করার প্রয়োজন পড়ে যা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। তাই আমাদের সকলের
ইচ্ছা থাকে ঘরে বসে স্বাধীনভাবে টাকা ইনকাম করবো কোনোরকম বিনিয়োগ ছাড়াই। সম্পূর্ণ
কন্টেন্টে কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা
হয়েছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রিয় পাঠক ফ্রিতে ইনকাম মানে এমন নয় যে কোনো কাজ না করেই টাকা ইনকাম করা যাবে।
টাকা ইনকাম করার জন্য কাজ করা অত্যাবশ্যক। নির্দিষ্ট বিষয়ে পরিপূর্ণ দক্ষতা না
থাকলে টাকা ইনকাম করা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। আপনার যে বিষয়ে কাজ করার দক্ষতা
রয়েছে সি বিষয়ে কাজ করা শুরু করতে হবে। কাজ শুরু করলেই ইনকাম শুরু হবে এমন নয়।
নিয়মিত পরিশ্রম করা প্রয়োজন। আপনি যতবেশি প্রাকটিস করবেন ওই কাজ সম্পর্কে আপনার
দক্ষতা তত বৃদ্ধি পাবে এবং আপনার ইনকাম করার সম্ভাবনা বারতে থাকবে। উপরে
উল্লেখিত যে বিষয়গুলোতে আপনার অভিজ্ঞতা এবং আগ্রহ রয়েছে সেগুল আজ থেকেই ধারাবাহিক
ভাবে শুরু করুন, ধৈর্য রাখুন এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। কেননা পরিশ্রমই
সৌভাজ্ঞের চাবিকাঠি। অসাধুদের প্রলোভন থেকে নিজেকে রক্ষা করুন। সঠিক উপায় জেনে
নিয়মিত চেষ্টা করুন।
মেডিজেনিক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url