ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

আপনি যদি জানতে চান ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো হবে তাহলে আজকের পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। একই সাথে তৈলাক্ত ত্বকের পরিপূর্ণ যত্ন কিভাবে নিতে পারবেন তাও বর্ণনা করা হয়েছে।

সাধারণত যাদের তৈলাক্ত ত্বক থাকে তাদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। ব্রণ, পিম্পল, কালো দাগ ইত্যাদি যেন লেগেই থাকে। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ভালমানের একটি কেমিক্যাল মুক্ত ফেসওয়াশ। অন্য আর্টিকেল পড়ে বুঝতে পারবেন আপনার তৈলাক্ত ত্বকের জন্য কোন পাঁচটি ফেসওয়াশ সব থেকে ভালো হবে। 

পেজ সূচিপত্রঃ ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

  • ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো
  • স্কিনের ধরন কিভাবে বুঝবো
  • কি দেখে ফেসওয়াশ কিনবেন
  • মুচস্ট্যাক (Muuchstac) ফেসওয়াশ
  • অ্যারোমা ম্যাজিক (Aroma Magic) ফেসওয়াশ
  • পাম গ্রিন টি (Palm green tea) ফেসওয়াশ 
  • মামা আর্থ (Mama Earth) ফেসওয়াশ 

ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

বিশেষ করে ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো হবে তা জানা আপনার জন্য জরুরী কেননা আমাদের স্কিনের ড্রাইভ টাইপ বিভিন্ন ধরনের হতে পারে। আর বিভিন্ন ধরনের ত্বকের জন্য বিভিন্ন ধরনের ফেসওয়াশ বাজারে পাওয়া যায়। আপনি যদি আপনার স্কিন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার না করেন সেক্ষেত্রে উল্টো আপনার স্কিনের সমস্যা বাড়তেই থাকবে। আবার বাজারে অনেক ধরনের কেমিক্যাল যুক্ত ফেসওয়াশ পাওয়া যায় যেগুলা ত্বকের মারাত্মক ক্ষতি করে থাকে এমনকি ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে।

আমাদের যাদের ত্বক তৈলাক্ত ধরনের তাদের জন্য তাদেরকে ত্বকের একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন। কারণ তৈলাক্ত ত্বকে পিম্পল, ব্রণ, মেছতা, কালো দাগ ইত্যাদি বেশি হয়। সঠিকভাবে পরিচর্যা না করলে আপনি আপনার স্বাভাবিক সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে ফেলতে পারেন। বিশেষ করে যাদের জন্য কোন ফেসওয়াশগুলো সব থেকে ভালো হবে এবং কেমিক্যাল মুক্ত হবে বিস্তারিত আলোচনা করা হয়েছে।আজকে আমি এমন পাঁচটি ফেসওয়াশের কথা বলব যেগুলো একই সাথে কেমিক্যাল মুক্ত, তৈলাক্ত ত্বকের জন্য উপকারী এবং ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে কিনতে পারবেন। 

স্কিনের ধরন কিভাবে বুঝবো

মানুষের সাধারণত ৫ ধরনের স্কিন হয়ে থাকে। যেমন নরমাল, তৈলাক্ত বা অয়েলি, শুষ্ক বা ড্রাই, কম্বিনেশন, সেনসিটিভ । আলাদা আলাদা ত্বকের জন্য পরিচর্যাও  ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই আমাদের স্কিন ঠিক কোন ধরনের তা বুঝতে পারাটা জরুরী। এবং সেই অনুযায়ী বিভিন্ন প্রসাধনী ব্যবহার করতে হবে। স্কিন টাইপ নির্ণয় করার জন্য আপনাকে একটা সাধারণ টেস্ট করতে হবে। প্রথমে আপনার কাছে থাকা একটি মাইল্ড ফেসওয়াশ দিয়ে ভালো ভাবে মুখ ধুয়ে নিন। ভুলেও মুখে সাবান ব্যবহার করবেন না।

কারন সাবানে অতিরিক্ত ক্ষার থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর। মুখ ধোয়ার পর কোনো ক্রিম ব্যবহার করবেন না। ৩০ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন। এবার আপনার মুখের অবস্থা ভালোভাবে লক্ষ করুন। আপনার মুখের কোথাও যদি শুস্ক না লাগে অথবা তৈলাক্ত না লাগে তাহলে বুঝে নিবেন আপনার ত্বক নরমাল টাইপের। আপনার মুখের জোন অর্থাৎ কপাল, নাক, থুতনি এই এলাকা গুলতে যদি তেলতেলে ভাব লাগে এবং আশে পাশে শুষ্ক লাগে তাহলে আপনার স্কিনের ধরন কম্বিনেশন। 

সম্পূর্ণ ফেস যদি শুস্ক হয়ে যায় এবং মৃত চামড়া ভেসে খসখসে অনুভুত হয়ে তাহলে আপনার ত্বক হবে শুস্ক ধরনের। আবার সম্পূর্ণ ফেস থেকে যদি তেল বের হয় এবং টিস্যু দিলে তা ভিজে যায় তাহলে বুঝতে হবে আপনার ত্বক তৈলাক্ত। এছাড়া আপনার ত্বক যদি সেনসিটিভ হয় তাহলে সাধারণ ফেসওয়াশ বা ক্রিম ব্যবহার করলে ত্বক বিরুপ প্রতিক্রিয়া দেখায়। লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, ঘা সৃষ্টি হওয়া ইত্যাদি দেখা দিতে পারে। 

কি দেখে ফেসওয়াশ কিনবেন

বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোয়ালিটির ফেসওয়াশ পাওয়া যায়। তাই ফেসওয়াশ কিনতে গেলে দ্বিধা দন্দে পড়া স্বাভাবিক। একটা ফেসওয়াশ কেনার আগে অবশ্যই আপনার স্কিন টাইপ জানতে হবে। কিছু ফেসওয়াশ আছে যা ব্যাবহারের পর ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে পড়ে। এ ধরনের ফেসওয়াশ ব্যবহার করা যাবেনা। পরবর্তীতে আপনাকে দেখতে হবে ফেসওয়াশের মধ্যে ক্ষতিকারক কোন পদার্থ আছে কিনা। যেমন- ফসফেট, প্যারাবেন, এসএলএস ইত্যাদি, এগুলা ত্বকের জন্য ক্ষতিকর। এমনকি স্কিন ক্যান্সারেরও কারন হয়ে দাড়াতে পারে। 

বাজারে ভালো ব্র্যান্ডের নামে নকল জিনিসের অভাব নেই। তাই নকল ফেসওয়াশ ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। এজন্য বিশ্বস্ত কোন দোকান অথবা অনলাইন সাইট থেকে কিনতে পারেন। এই বিষয়গুলো মাথায় রেখে ফেসওয়াশ কিনলে আপনি শতভাগ সুফল পাবেন এবং ত্বককে ভালো রাখতে পারবেন। ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য উপকারী এবং কেমিক্যাল মুক্ত পাঁচটি ফেসওয়াশের কথা আপনাদের বলবো যা আমি নিজেও ব্যবহার করে দেখেছি। 

মুচস্ট্যাক (Muuchstac) ফেসওয়াশ

ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য বিশেষভাবে কার্যকরী একটি ফেসওয়াশ মুচস্ট্যাক ফেসওয়াশ। এই ফেসওয়াশটি  শতভাগ প্যরাবেন এবং ফসফেট ফ্রি। তৈলাক্ত ত্বকের পাশাপাশি যাদের কম্বাইন্ড স্কিন তারাও এটি ব্যবহার করতে পারবে। এই ফেসওয়াশটিতে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের তৈলাক্ত ভাব দূর করে, ব্রণ পিম্পল ইত্যাদি কমায়। এটিতে রয়েছে স্যালিসাইলিক এসিড যা এন্টি anti-acne হিসেবে কাজ করে, ত্বকের পোর গুলোকে পরিস্কার করে এবং ব্রনের সমস্যা কমায়। 

এটিতে থাকা Niacinamide বা ভিটামিন বি থ্রি ত্বকের গঠন ঠিক রাখে, উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রনের দাগ দূর করে। এটিতে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে সেটি হচ্ছে সোডিয়াম লরয়েল সারকোসিনেট। এটি ক্লিনজার উপাদান হিসেবে কাজ করে এবং ত্বকের তেল (সিবাম) অপসারন করে। এছাড়া আরও অনেক কার্যকরী উপাদান রয়েছে যা ত্বকের সিবাম প্রডাকশন কমায়। বাজারে মুচস্ট্যাক   এর অনেক নকল ফেসওয়াশ পাওয়া যায় তাই এটি কেনার সময় সতর্ক থাকতে হবে। মুচস্ট্যাক এর এই ফেসওয়াশটি ৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। 

অ্যারোমা ম্যাজিক (Aroma Magic) ফেসওয়াশ

অ্যারোমা ম্যাজিক ফেসওয়াশটিতে রাসায়নিক উপাদানের তুলনায় হার্বাল অর্থাৎ প্রাকৃতিক উপাদান বেশি ব্যবহার করা হয়েছে। প্যারাবেন, ফসফেট এর মতো ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই। বাজারে অ্যারোমা ম্যাজিক এর কয়েকটি ভ্যারিয়েন্ট এর ফেসওয়াশ পাওয়া যায়। এর মধ্যে নিম এবং টি ট্রি অয়েল যুক্ত ফেসওয়াশটি তৈলাক্ত ত্বকের জন্য বেশি উপযোগী। এটিতে থাকা নিম অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান হিসেবে কাজ করে। যা ত্বকতে রোগ জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে। 

অ্যারোমা ম্যাজিক ফেসওয়াশটিতে রয়েছে টি ট্রি অয়েল যা ত্বকের সিবাম প্রডাকশন কমিয়ে তৈলাক্ত ভাব দূর করে। এছাড়া এটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান হিসেবেও কাজ করে। এই ফেসওয়াশটিতে Niacinamide বা ভিটামিন বি থ্রি থাকতে পারে যা ত্বকের আন ইভেন স্কিন টোন প্রতিরোধ করে, উজ্জ্বলতা বৃদ্ধি করে, ব্রনের দাগ দূর করে একই সাথে ত্বকের তেলতেলে ভাব দূর করে। এই ফেসওয়াশটি ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। 

পাম গ্রিন টি (Palm green tea) ফেসওয়াশ 

এই ফেসওয়াশটি একটি অ্যান্টি অক্সিডেন্ট ফেসওয়াশ। তৈলাক্ত ত্বকের জন্য বিশেষভাবে কার্যকরী এই ফেসওয়াশ। এটিতে রয়েছে  গ্রীন টি এক্সট্র্যাক্ট যা প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ত্বকের ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে, মুখের অতিরিক্ত তেল দূর করে। ব্রণের সমস্যাও দূর করে।  এই ফেসওয়াশটিতে গ্লাইকোলিক অ্যাসিড থাকে যা ত্বকের মৃত চামড়া দূর করে এবং ত্বকের ছিদ্রগুলো পরিস্কার করে। 
এই ফেসওয়াশটিতে প্যারাবেন এবং ফসফেট না থাকায় আপনার ত্বকের জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো তা নিয়ে যারা দ্বিধা দন্দে ভুকছেন তারা এটি ব্যবহার করতে পারেন। তবে যাদের অতিরিক্ত সেনসিটিভ ত্বক তাদের ক্ষেত্রে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। 

মামা আর্থ (Mama Earth) ফেসওয়াশ 

আরেকটি কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক ফেসওয়াশ ব্র্যান্ড এর নাম মামা আর্থ। মামা আর্থ এর কয়েকটি ভ্যারিয়েন্ট এর ফেসওয়াশ বাজারে পাওয়া যায়। আপনার যেহেতু তৈলাক্ত ত্বক তাই আপনার জন্য টি ট্রি ভারিয়েন্ট এর ফেসওয়াশটি সবথেকে ভালো হবে। এটিতে কয়েকটি কার্যকরী উপাদান আছে। টি ট্রি অয়েলঃ এটি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে পিম্পল এবং ব্রণের জন্য দায়ী জীবাণু গুলো ধ্বংস করে। একই সাথে ফেস এর অতিরিক্ত তেল দূর করে।  

নিম পাতা এক্সট্রাক্টঃ এটি আরেকটি অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা ত্বকের পোর গুলোকে পরিস্কার করে। অ্যালোভেরা এক্সট্রাক্টঃ ত্বকের হাইড্রেশন ঠিক রাখে। এটিতে ক্ষতিকর প্যারাবেন এবং এসএলএস না থাকায় অনেকটা ঝুকিমুক্ত বলা যায়। তাই আপনার তৈলাক্ত ত্বকের জন্য মামা আর্থ এর নিম এবং টি ট্রি অয়েল যুক্ত ফেসওয়াশটি ব্যবহার করুন। এটির বাজারমুল্য ৫০০ টাকার কাছাকাছি। 

খাদি (Khadi) ফেসওয়াশ

সর্বশেষ যে ফেসওয়াশটি সাজেস্ট করবো সেটি হচ্ছে খাদি নিম এবং টি ট্রি অয়েল যুক্ত ফেসওয়াশ। এটি একটি ভারতীয় পন্য। কেমিক্যাল উপাদানের তুলনায় প্রাকৃতিক অর্থাৎ হার্বাল উপাদানের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই ফেসওয়াশটিতে। শতভাগ প্যারাবেন ও এসএলএস মুক্ত ফেসওয়াশ এটি। অন্য ফেসওয়াশগুলোর মতো এটিতেও রয়েছে টি ট্রি অয়েল এবং নিম এক্সট্রাক্ট। 

এর মধ্যে থাকা উপাদান গুলো ত্বকের ব্রণ এবং পিম্পলের মতো সমস্যাগুলো দূর করে। ব্রণের ফলে হওয়া দাগ দূর করতেও সাহায্য করে। সিবাম প্রডাকশন কমিয়ে ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। এটি ত্বকের আন ইভেন স্কিন টোন রোধ করে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা। একই নামে বাজারে অনেক নকল পন্য বের হয়েছে। তাই বিশ্বাসযোগ্য সোর্স থেকে ফেসওয়াশ কিনুন। এটির দাম অন্যগুলোর তুলনায় একটু বেশি হতে পারে। আনুমানিক ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মেডিজেনিক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url